
সোমবার ২৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সঞ্জু স্যামসনকে কেন্দ্র করে কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশনের তিন বছরের নির্বাসন নিয়ে কোনও মন্তব্য করতে চাননি এস শ্রীশন্ত। দাবি করেন, এই প্রসঙ্গে তিনি কিছু জানেন না। চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে সঞ্জুর বাদ পড়া নিয়ে একটি মন্তব্য করেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। জানান, গত বছর কেরলের হয়ে ঘরোয়া ক্রিকেট না খেলায় কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে ঝামেলা বাধে স্যামসনের। যার জেরেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েন। এই মন্তব্যের জন্য শ্রীশন্তকে নির্বাসিত করে রাজ্য ক্রিকেট সংস্থা। ৩০ এপ্রিল কেসিএর বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার একটি বিবৃতির মাধ্যমে সেটা জানিয়ে দেওয়া হয়।
এই প্রসঙ্গে প্রাক্তন তারকাকে প্রশ্ন করা হলে, কোনও মন্তব্য করতে চাননি। শুধু বলেন, 'আমি এই বিষয়ে কিছু জানি না।' কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশনের অফিসিয়াল চিঠির অপেক্ষায় শ্রীশন্ত। সূত্রের খবর অনুযায়ী, তারপর আইনি পদক্ষেপ নেবেন। এই প্রথম এইধরনের ঝামেলায় জড়াননি তারকা বোলার। ২০২৩ সালে লেজেন্ডস লিগ ক্রিকেটে মাঠেই গৌতম গম্ভীরের সঙ্গে ঝামেলার জড়িয়ে পড়েন। টুর্নামেন্টের কমিশনার তাঁকে আইনি নোটিস দেয়। তার আগে ২০১৩ আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। গ্রেফতারও হন। আজীবন নির্বাসিত করা হয় তাঁকে। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন শ্রীশন্ত। উঠে যায় আজীবনের নির্বাসন। সাত বছরের জন্য নির্বাসিত করা হয়। যা ২০২০ সালের সেপ্টেম্বরে শেষ হয়ে গিয়েছে। তারপর ২০২১ সালে কেরলের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফিতে খেলেন। ২০২১-২২ রঞ্জি ট্রফিতে মেঘালয়ের বিরুদ্ধে কেরলের হয়ে শেষ প্রথম শ্রেণীর ম্যাচ খেলেন তারকা বোলার। ২০২৩ সালের মার্চে ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর নেন।
‘পারফরম্যান্স দেখে অবসর নিতে হলে তো....’ আইপিএলের শেষে এ কীসের ইঙ্গিত ধোনির?
'ওহে গিল, রাহানেকে ফোন করো', ভারতের নব্য অধিনায়ককে পরামর্শ কাইফের, কিন্তু কেন?
দলের প্রয়োজনে কাজে আসছেন না সামি, অস্ট্রেলিয়া সফরে তারকা পেসারকে চেয়েছিল বোর্ড, ফিরিয়ে দেন অনুরোধ
আজই কি কেরিয়ারের শেষ ম্যাচ ধোনির? একগুচ্ছ প্রশ্ন নিয়ে নামছেন সিএসকে তারকা
সাফল্যের পায়েস চেটেপুটে খায় সবাই! গিলের কৃতিত্বের পিছনে রয়েছেন এই তারকা, জানিয়ে দিলেন যোগরাজ
টেস্ট দলে ব্রাত্য থাকার দিন আইপিএলেও হারলেন শ্রেয়স, প্রথম হওয়া হল না পাঞ্জাবের
খেলতে খেলতেই চিয়ারলিডারকে মন দেওয়া, নাইট তারকার প্রেমকাহিনি হার মানায় সিনেমাকেও
আইপিএল থেকে কাঁড়ি কাঁড়ি বেতন পান ধারাভাষ্যকাররা? টাকার অঙ্ক মাথা ঘুরিয়ে দেওয়ার মতো
৫ কোটি থেকে ২৩ কোটি, ভরসা করেছিলেন এই তারকার উপরে, কাব্য মারানকে ভাসালেন সেই ক্রিকেটারই
ইংল্যান্ডে ওপেন করবেন কারা? গম্ভীর জানিয়ে দিয়েছেন গোপনে
লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে মেগা আপডেট
ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ
দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ
লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির
বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের